1. admin@rajshahisamachar.com : admin :
  2. abdurerobemashum01@gmail.com : Abdure Robe : Abdure Robe
  3. mdnafiulhasan073@gmail.com : Md Nafiul Hasan : Md Nafiul Hasan
  4. ridwan0161393@gmail.com : Prince Rs : Prince Rs
  5. mrrimon826@gmail.com : Mr Rimon : Mr Rimon
  6. tanvirhossain4331xx@gmail.com : Tanvir Hossain : Tanvir Hossain
বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে - রাজশাহী সমাচার

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে

বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেওয়া আলফি পাস করেছে

বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রাকিয়া আলফি (১৬) পাস করেছে। সে রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। 

জানা গেছে- চলতি বছরের ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়। আর ১৬ এপ্রিল রাতে মেয়েকে (আলফি) উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন আকরাম আলী (৪৫)। নিহত বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষায় বসেছিল আলফি। সেদিন ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) আলফির ছিল ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা। তার পরীক্ষা কেন্দ্র ছিল রাজশাহী শিরোইল উচ্চ বিদ্যালয়।

সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় আলফির বড় ভাই ইমাম হাসান অনন্তও আহত হন। নিহত আকরাম হোসেন পেশায় একজন বাসচালক ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আর চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে আলফির চাচা আশরাফুজ্জামান সোহাগ বলেন, আমাদের প্রত্যাশা ছিল মেয়ে কমপক্ষে জিপিএ-৫ পাবে। কিন্তু যে দিন তার বাবা খুন হয়, তার পরের দিন ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। একদিকে পরীক্ষা, অন্যদিকে বাবার মরদেহ মর্গে। সারারাত কান্নাকাটির পরে সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল না। অনেক বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। সব আল্লাহর ইচ্ছা।

তবে বিকেলে আলফিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, সে ক্লাসের ভালো ছাত্রী। তার বাবা মারা যাওয়ার ঘটনা শুনেছিলাম। খুবই দুঃজনক। তারপরও মেয়েটা পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে। তার শিক্ষাজীবনে মঙ্গল কমনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 rajshahisamachar.com