মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী মোল্লার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুকুর নিয়ম বহির্ভূতভাবে তার ছোট ভাই ও সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম মোল্লাকে লিজ দিয়েছেন। এছাড়া বিদ্যালয়ের পুরাতন ভবনের পরিত্যক্ত ইট-খোয়া ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে।
এছাড়াও বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো কমিটি না থাকায় তিনি তার ভাই ও ভাগ্নেকে এডহক কমিটির সভাপতি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। নিয়মিত কমিটি না থাকায় নিয়োগ কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ নভেম্বর বিদ্যালয়ের আয়া মারা যাওয়ার পর নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজ উদ্যোগে একজনকে অস্থায়ীভাবে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তার বেতন পরিশোধ করতেন। পরে অভিভাবকদের ক্ষোভের মুখে গত কয়েক মাস ধরে ওই বেতন বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা কমন রুম না থাকায় একই শ্রেণিকক্ষে পাঠদান চলছে। একাধিকবার জানানোর পরও প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ নেননি, যা সরকারি বিধিমালার পরিপন্থী।
এ বিষয়ে বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক তাদের কিছু না জানিয়েই এসব সিদ্ধান্ত নেন। জিজ্ঞেস করলে তিনি বলেন, “তোমাদের জানতে হবে না, আমার বলার জায়গা আছে।”
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বাজারে আছি, বাড়ি গিয়ে কথা বলবো।” পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, “বিষয়টি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply