1. admin@rajshahisamachar.com : admin :
  2. abdurerobemashum01@gmail.com : Abdure Robe : Abdure Robe
  3. mdnafiulhasan073@gmail.com : Md Nafiul Hasan : Md Nafiul Hasan
  4. ridwan0161393@gmail.com : Prince Rs : Prince Rs
  5. mrrimon826@gmail.com : Mr Rimon : Mr Rimon
  6. tanvirhossain4331xx@gmail.com : Tanvir Hossain : Tanvir Hossain
তিনদিনের রাজশাহী সফরে প্রধান নির্বাচন কমিশনার - রাজশাহী সমাচার

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

তিনদিনের রাজশাহী সফরে প্রধান নির্বাচন কমিশনার

তিনদিনের রাজশাহী সফরে প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাজশাহী জেলা সফর করবেন। সফরের মূল উদ্দেশ্য হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করা।

সফরের প্রথম দিন, ২২ আগস্ট, প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন।

পরদিন, ২৩ আগস্ট, হাউজে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

অন্যদিকে, ২৩ আগস্ট দুপুর ১টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) রাজশাহীতে আরও একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন কমিশনার রাজশাহী, রেঞ্জ ডিআইজি রাজশাহী, পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জিওসি ১১ পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাসের প্রতিনিধি, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী, উপ-মহা পরিচালক আনসার ভিডিপি রাজশাহী, অধিনায়ক র‍্যাব-৫ রাজশাহী, র‍্যাব-১২ সিরাজগঞ্জ, কর্নেল জিওসি রাজশাহী, ডিজিএফআই রাজশাহী/বগুড়া, অতিরিক্ত পরিচালক এনএসআই রাজশাহী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল, রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

সভায় নির্বাচনের নিরাপত্তা, ভোট গ্রহণ কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক তত্ত্বাবধান ও স্থানীয় সরকারের সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

রাজশাহী জেলা সফরের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন।

সফরের শেষ দিন, ২৪ আগস্ট সকালে, প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 rajshahisamachar.com